Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

**জানুয়ারি ২০২৫ সাল হতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে  ICBS( Integrated Centralized Billing ‍System) সফটওয়্যার সফল ভাবে চালু হয়েছে। সম্মানিত গ্রাহকগণ এখন দ্রুততম সময়ে আরো উন্নত সেবা পাবেন।**

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


এক নজরে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি একটি সরকারী বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি ঝিনাইদহ জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঝিনাইদহ জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের ফলে কৃষি প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য এবং টেকসই প্রভাব ফেলছে। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা আমাদের অঙ্গীকার।


তথ্য: জুলাই-২০২৫

০১। নিবন্ধনের তারিখ :  ১২/১০/৯৫খ্রিঃ।
০২। আনুষ্ঠানিক বিদ্যুতায়নের তারিখ :
 ০৯/০১/৯৬খ্রিঃ।
০৩। আয়তন :  ১৯৬১ বর্গ কিলোমিটার।
০৪। থানা :
 ৬টি (ঝিনাইদহ-সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ,    কোটচাঁদপুর,মহেশপুর)।
০৫। থানা ওয়ারী ইউনিয়ন :  ৬৭টি (ঝিনাইদহ সদর-১৭, শৈলকূপা-১৪, হরিণাকুন্ডু-৮, কোটচাঁদপুর-৫, কালীগঞ্জ-১১, মহেশপুর-১২)।
০৬। থানা ওয়ারী গ্রাম :

 ১০৩৯টি (ঝিনাইদহ সদর-২১২ শৈলকূপা-২২৭,হরিণাকুন্ডু-১২৫,কালীগঞ্জ-১৯৮, 

 কোটচাঁদপুর-৬৯, মহেশপুর-২০৮)। মহেশপুর-২০৮,কাটচাঁদপুর-৬৯ )

০৭। এলাকা :  ০৭ টি।
০৮। এলাকা পরিচালক :  ০৭ জন।
০৯। মহিলা পরিচালক :  ০৩ জন
১০। স্বাক্ষরিত সদস্য সংখ্যা :  ৪,৩২,৭৬৯ জন।
১১। পরিচালক মনোনয়নের তারিখ :  ২৩/০৩/৯৫খ্রিঃ।
১২। নাম ও ক্ষমতাসহ উপকেন্দ্রের সংখ্যা :

১৪টি- ঝিনাইদহ সদর-১৫ এমভিএ, হরিনাকুন্ড-১৫ এমভিএ, হাটগোপালপুর- ১০ এমভিএ, কোটচাঁদপুর-১৫ এমভিএ, বাজার গোপালপুর(সদর)-১০ এমভিএ, কালীগঞ্জ-১ (পাতবিলা)-১০ এমভিএ, কালীগঞ্জ-২ (কাবিলপুর)-১০ এমভিএ, কালীগঞ্জ-৩ (বারবাজার)-১০ এমভিএ, মহেশপুর-১ (ভৈরবা) ১০ এমভিএ, মহেশপুর-৫ (গুড়দহ)- ১০ এমভিএ, মহেশপুর-৮ (ভালাইপুর)-১০ এমভিএ, মহেশপুর-৮ (তুসার সিরামিক)-১০ এমভিএ, শৈলকুপা-১ (গাড়াগঞ্জ)-২০ এমভিএ, শৈলকুপা-২ (নাগিরহাট)-১০ এমভিএ।

১৩।                      শ্রেণীভিত্তিক গ্রাহক সংখ্যা :
এলটি-এ (আবাসিক) :  ৩,৯০,৬০০ জন
এলটি-ই (বানিজ্যিক) :  ২৩,০১৭ জন
গভীর নলকূপ :  ৪২৬ টি
অগভীর নলকূপ :  ১০,০৩৪ টি
এল,এল,পি :  ১৬ টি
এলটি-ডি১ (দাতব্য প্রতিষ্ঠান) :  ৫,৪৯১ জন
শিল্প :  ৩,১১২ জন
এলটি-সি২ (নির্মাণ) :  ৩০ টি
এলটি-ডি২ (রাস্তার বাতি, পানির পাম্প) :  ৪১ টি
এলটি-ডি৩ (চার্জিং স্টেশন) :  ২ টি
মোট :  ৪,৩২,৭৬৯ জন
১৪। সংযোগ প্রদানের হার :  ১০০%
১৫। থানা ওয়ারী বিদ্যুতায়িত গ্রাম :  ১০৩৯ টি (ঝিনাইদহ সদর -২১২, কালীগঞ্জ-১৯৮,শৈলকূপা-২২৭,কোটচাঁদপুর-৬৯, হরিণাকুন্ডু-১২৫,মহেশপুর-২০৮)।
১৬। সিষ্টেম লস লক্ষমাত্রা (২০২৪-২০২৫)

 ৮.৮০% 
১৭। সিষ্টেম লস (২০২৪-২০২৫) জুন’২৫ পর্যন্ত

 (১) গ্রীড মিটারঃ ৮.৭৮%
 (২)  সাবষ্টেশন মিটারঃ ৫.৬১%
১৮। সিষ্টেম লস লক্ষমাত্রা (২০২৫-২০২৬) :  (১)  গ্রীড মিটারঃ  ........%
১৯। সিষ্টেম লস (২০২৫-২০২৬) জুলাই’২৫ পর্যন্ত :  (১)  গ্রীড মিটারঃ ১৬.৮৪%
 (২) সাবষ্টেশন মিটারঃ ১৩.৮৬%
২০। সর্বোচ্চ বিদ্যুৎ চহিদা (পিক) :  ১০২ মেঃ ওঃ।
২১। সর্বোচ্চ বিদ্যুৎ চহিদা (অফ-পিক) :  ৮৭ মেঃ ওঃ।
২২। বিল আদায়ের হার (২০২৫-২০২৬) :  ৮৮.৫১%
২৩। বকেয়া মাসের লক্ষ্যমাত্রা (২০২৫-২০২৬) :  .......... মাস।
২৪। বকেয়া মাস (রিবেটসহ) জুলাই’২৫ :  ১.১৯ মাস। ১.১৫ মাস।
২৫। বকেয়া মাস (রিবেটবাদে) জুলাই’২৫ :  ১.০১ মাস
২৬। কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা :  ৫৮০ জন।