০১) মনোনীত প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট প্রশিক্ষক/প্রশিক্ষকবৃন্দকে ক্লাস সেশন শুরুর পূর্বে নিজ নিজ অবস্থান থেকে Zoom App
এর মাধ্যমে অনলাইন (ভিডিও/অডিও) সেশনে অবশ্যই অংশগ্রহণ করবেন।
০২) প্রশিক্ষকগণকে ক্লাস লেকচার পাওয়ার পয়েন্ট প্রস্তুতকরতঃ Zoom App এর মাধ্যমে অনলাইন/ভিডিও কনফারেন্সিং
এর সময় প্রদর্শন করবেন। প্রয়োজনে প্রশিক্ষণার্থীদের প্রদত্ত ই-ইমেল ঠিকানায় প্রেরণের ব্যবস্থা নিবেন।।
০৩) ক্লাস শুরুর পূর্বেই প্রশিক্ষকগণকে ওয়েট ফ্যাক্টরের সংখ্যা ন্যূনতম দ্বিগুন প্রশ্ন (এমসিকিউ/তাত্ত্বিক/ব্যবহারিক)
উত্তরসহ কোর্স সমন্বয়কারী/কোর্স পরিচালক এর নিকট প্রদান করবেন।
০৪) সকল প্রশিক্ষকগণকে যথাসময়ে ক্লাস গ্রহণের জন্য অনুরোধ করা হলো। অনিবার্য কারণ বশতঃ যথাসময়ে কোন
প্রশিক্ষক ক্লাস নিতে না পারলে পূর্বেই কোর্স সমন্বয়কারীকে (ফোনঃ ০১৭৬৯-৪০০৫১৫) ও
কোর্স পরিচালক(ফোন-০১৭৬৯-৪০০০৩৯)-কে অবহিত করবেন।
এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
মোঃ ইছাহাক আলী
জেনারেল ম্যানেজার
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)